বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভোলার রিকশাচালকের কাছে পাওয়া গেল মিতুর সিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোলার রিকশাচালকের কাছে পাওয়া গেল মিতুর সিম

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের সময় খোয়া যাওয়া মোবাইল ফোনের সিমটি ভোলার এক রিকশাচালকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে সিম উদ্ধার করা হলেও  মোবাইল সেটটি উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে ভোলার লালমোহন উপজেলা থেকে সিমটি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ‘যার কাছ থেকে সিমটি উদ্ধার করা হয়েছে তিনি একসময় চট্টগ্রামে রিকশা চালাতেন। চট্টগ্রামে রিকশা চালানোর সময় সিমটি খুঁজে পান তিনি। ঋণের চাপে তিনি চট্টগ্রাম ছেড়ে ভোলায় চলে যান। বর্তমানে লালমোহনে একটি চরে দিনমজুরের কাজ করছেন ওই রিকশাচালক। জিজ্ঞাসাবাদের পর আমরা তাকে ছেড়ে দিয়ে সিমটি নিয়ে ফেরত এসেছি।’ প্রসঙ্গত, গত বছর ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর