সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছে আদালত। গতকাল এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। আদালতে সময় বাড়ানোর আবেদন করলে তা আমলে নিয়ে আগামী ২৯ মার্চ নতুন তারিখ ধার্য করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম আদালতে সময় বাড়ানোর আবেদন করেন। এরপর ঢাকার মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন ঠিক করে দেন বলে প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন। গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর