মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

বিআইসিসির দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) ‘হল অব ফেম’-এ মঞ্চের পেছনে টানানো বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে আড়াল করে অনুষ্ঠান করার ঘটনায় বিআইসিসির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন— বিআইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ান মারুফ এবং পরিচালক (ক্যাটারিং) মোয়াক্কির হোসেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) গতকাল তাদের বরখাস্ত করে। প্রসঙ্গত, গতকাল বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় ‘বঙ্গবন্ধুর ছবিই গায়েব!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই বিআইসিসির এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করল বিএসএল।  দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিএসএলের সচিব আবুল মনসুর গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি জানার পর আমরা দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছি। এখন বিষয়টি তদন্ত করা হবে। এ জন্য মন্ত্রণালয় এবং বিএসএলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। কবে এই কমিটি করা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই এটি করা হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল মন্ত্রিসভা বৈঠক শেষে বিকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কাছে ছুটে যান বিএসএলের চেয়ারম্যান, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মন্ত্রীর কক্ষে ঢুকেই বাংলাদেশ প্রতিদিনের কপি মন্ত্রীর হাতে দেন এবং বিষয়টি তাকে অবহিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।  উল্লেখ্য, বিআইসিসির ইজারাদার প্রতিষ্ঠান বিএসএল ১০ বছরের জন্য বিআইসিসি ইজারা নিয়েছে ২০১২ সালে। এই সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ এ মঞ্চের পেছনে এলইডি মনিটরের উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো আছে। সাধারণত এই প্রতিকৃতিকে দৃশ্যমান রেখেই হলের সব অনুষ্ঠান করার কথা। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন প্রতিষ্ঠান ‘হল অব ফেম’ এ অনুষ্ঠান করতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি কালো কাপড় দিয়ে ঢেকে তারপর মঞ্চ সাজসজ্জা এবং অনুষ্ঠান করে। পরে সরেজমিন খোঁজ নিয়ে বাংলাদেশ প্রতিদিন সংবাদটি পরিবেশন করে।

সর্বশেষ খবর