শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ার ত্রাণ পেল সাড়ে তিন হাজার রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে আরও ৬০০ পরিবারকে গতকাল মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ত্রাণ পেয়েছে ৩৫০০ রোহিঙ্গা। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মাছ, দুধ, চা-সহ ১৩ ধরনের সামগ্রী।

গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন উখিয়া ও টেকনাফের পৃথক দুটি শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, সকালে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে রাখাইন রাজ্য থেকে সদ্য আসা ৩০০ পরিবার এবং দুপুরে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ৩০০ পরিবারের মধ্যে ১৬ প্রকারের ত্রাণ বিতরণ করা হয়েছে। এসব পরিবারের সদস্য সংখ্যা অন্তত সাড়ে তিন হাজার। অন্য সামগ্রীগুলোও পর্যায়ক্রমে ১৫ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণ করা হবে। ১৫ হাজার পরিবারে রোহিঙ্গার সংখ্যা প্রায় ৭৫ হাজার। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘নটিক্যাল আলিয়া’ নামে মালয়েশীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে ত্রাণসামগ্রী খালাস করে। এরপর ১ হাজার ৪৭২ মেট্রিক টন ত্রাণসামগ্রী সড়কপথে উখিয়ায় আনা হয়। মালয়েশিয়া থেকে আসা ২৫ সদস্যের প্রতিনিধি দল প্রথম দফায় ১৫ ফেব্রুয়ারি উখিয়া ও টেকনাফের পৃথক তিনটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করে।

সর্বশেষ খবর