শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রানেরমেলা প্রতিদিন

সবার হাতে হাতে বই

মোস্তফা মতিহার

সবার হাতে হাতে বই

বইমেলায় গতকাল ছিল উপচে পড়া ভিড়। শিশু-কিশোরসহ নানাবয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় গোটা এলাকা —বাংলাদেশ প্রতিদিন

এমনটি তো হওয়ারই কথা ছিল। তবে যা হয়েছে তা ছিল কল্পনাতীত। গতকাল শেষ শুক্রবার বলে জনস্রোত উপচে পড়ারই কথা। কিন্তু সেই ঢেউ মেলার অন্যান্য বছরের শেষ শুক্রবারের চিরচেনা রূপকেও যে হার মানাবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি প্রকাশক, লেখকসহ সর্বস্তরের মানুষ। ভিড় থাকবে তবে একুশে ফেব্রুয়ারির ভিড়কে ছাড়িয়ে যাবে না, প্রকাশকদের ধারণা ছিল তেমনই। কিন্তু গতকাল মেলার ২৪তম দিনের শেষ শুক্রবারের জনস্রোত মেলা নিয়ে প্রকাশকদের অগ্রিম ভাবনাকে হার মানিয়েছে। মেলায় আগত প্রত্যেকের হাতে হাতেই ছিল বই। ছুটির দিন হওয়ায় অনেকেই এসেছেন সপরিবারে, আবার অনেকে দলবদ্ধভাবে। বিকালের ঢল সন্ধ্যায় জনসমুদ্রে রূপ নেয়। গতকাল ঢাকার বাইরে থেকেও দলবদ্ধভাবে অনেকে এসেছেন এবং তারা ব্যাগভর্তি বই কিনে মেলা ত্যাগ করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা থেকে এসেছেন স্থানীয় ‘ফ্রেন্ডস ক্লাব’-এর একদল তরুণ ক্লাবটির সভাপতি পারভেজ মোশাররফ তন্ময়ের নেতৃত্বে। তন্ময় বলেন, ‘প্রতিবারই মেলা থেকে বই কিনে বিভিন্ন লাইব্রেরিতে সরবরাহ করি। এবারও তাই করব। মনে হচ্ছে এবারের মেলা অন্যবারের তুলনায় অনেক ভালো একটি মেলা।’ দলবদ্ধভাবে আসা ক্লাবের অন্য সদস্যরা হলেন মাহবুব, সাজ্জাদ, আল-আমিন, রাসেল, আল-মমিন, সাগর বাদশা, রিয়াজ আহমেদ, অন্তু, মহিউদ্দিন প্রমুখ। শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, সফলতার দিকে এবারের মেলা বিগত সব মেলাকে ছাড়িয়ে যাবে। এটা অমর একুশে গ্রন্থমেলার জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। বিক্রি ও প্রকাশনার দিকে এবারের মেলা অন্যবারের তুলনায় এগিয়ে রয়েছে। গতকাল পর্যন্ত নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪৫টি বই।

ইতিহাসের আয়নায় বঙ্গবন্ধু : ফরিদা ইয়াসমিনের সম্পাদনায় প্রকাশিত এ বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, ১৫ আগস্টের নির্মম ট্র্যাজেডি এবং এর বিচার সম্পর্কে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখার সংকলন। লেখাগুলোয় আছে ইতিহাসের নানা উপাদান। গ্রন্থটিতে আছে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং পরে জাতির জনক হয়ে ওঠার সেসব তথ্য। আছে ১৫ আগস্টের নির্মম ট্র্যাজেডির কথা প্রত্যক্ষদর্শীর বর্ণনায়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। আর এর সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম ইতিহাস। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, শিক্ষাবিদ ও সাংবাদিকদের লেখায় সে কথাই মূর্ত হয়ে উঠেছে। বইটি প্রকাশ করেছে ছায়াবীথি। প্রচ্ছদ : ধ্রুব এষ। ৮ ফরমার বইটির দাম ২৪০ টাকা। ‘জীবনের খেয়াঘাটে’ : মেলবন্ধন থেকে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী শাওন চৌধুরীর কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’। গ্রন্থটিতে লেখকের ১০০ কবিতা রয়েছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। নতুন বই : গতকাল নতুন বই এসেছে ১৪৬টি এবং ৫৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো : পাঞ্জেরি পাবলিকেশন্স থেকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘নিজের পেটে নিজেই হজম’, সেলিনা হোসেনের ‘প্রিয় মানুষ শেখ মুজিব’, ও ‘হরতালের ভূত বাবা’; শোভা প্রকাশ এনেছে হাসান হাফিজের ‘১০০ প্রেমের কবিতা’; অন্যপ্রকাশ এনেছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘মুক্তিযুদ্ধের বাছাই গল্প’; কথাপ্রকাশ এনেছে লুত্ফর রহমান রিটনের ‘ভ্রমর যেথায় হয় বিরাগি’, আলম তালুকদারের ‘ভূতের সঙ্গে ভূত আমি’। মূলমঞ্চ : গতকাল বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ব্যারিস্টার আবদুর রসুল : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন সিদ্দিকী। আলোচনায় অংশ নেন তাঁবেদার রসুল বকুল ও সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিকাশ কেন্দ্র, হামিবা সাংস্কৃতিক একাডেমি ও ক্রান্তি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর