Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:০৪
সিলেটে ফিরেই বদরুলের বিচার চাইলেন খাদিজা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাভার সিআরপিতে প্রায় তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। গতকাল দুপুরে বিমানের একটি ফ্লাইটে ভাইয়ের সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন খাদিজা।

পরে বেলা ২টার দিকে জালালাবাদ থানার আউশায় গ্রামের বাড়িতে পৌঁছান।

সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদিজা। দ্রুত বিচার চান ঘাতক বদরুলের। খাদিজা বলেন, আমি এখন বেশ ভালো আছি, দেশবাসী আমার জন্য দোয়া করেছেন। সবার দোয়ায় ভালো আছি, সুস্থ হয়ে বাড়ি ফিরছি, খুব ভালো লাগছে। সবাই যেভাবে পাশে ছিলেন, আগামী দিনে সবাইকে পাশে পাব। এ সময় হামলাকারী বদরুলের দ্রুত বিচার দাবি করে খাদিজা বলেন, বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। খাদিজার ভাই শাহীন বলেন, খাদিজা ফিরে আসায় পরিবারের সদস্যরা সবাই খুশি। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টার কারণেই সুস্থ হয়ে ফিরেছে খাদিজা।

এর আগে চিকিৎসার অংশ হিসেবে গত ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য সিলেট আসেন খাদিজা। খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, আগামী রবিবার আদালতে বদরুলের বিরুদ্ধে সাক্ষী দেবে খাদিজা। বদরুলের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow