শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

সীমান্তে নারী বিজিবি

দিনাজপুর প্রতিনিধি

সীমান্তে নারী বিজিবি

বিজিবির ১৩ জন নারী সদস্যকে প্রথমবারের মতো দিনাজপুরের হিলি সীমান্তে মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি থেকে বিজিবির পুরুষ সদস্যের পাশাপাশি এই নারী সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, হিলি সীমান্ত দিয়ে নারী-শিশু পাচার, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যরা দায়িত্ব পালন করবেন। নারী বিজিবি সদস্য সেলিনা, শাহিদা, আসমা, ইশমা খাতুন জানান, প্রশিক্ষণ শেষে তারা জয়পুরহাট ব্যাটালিয়ন হয়ে দিনাজপুরের হিলি সীমান্তে দায়িত্ব পালন শুরু করেছেন। হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, নারী সদস্যরা রাতে কোনো ডিউটি করবেন না। তারা শুধুমাত্র দিনের বেলায় দুই শিফট করে সীমান্তের চেকপোস্ট গেটসহ বিভিন্ন পোস্টে কর্তব্য পালন করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর