রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফের গ্যাস বিস্ফোরণ গুরুতর দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার একটি দোকানে গতকাল দুপুরে গ্যাস বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি লালবাগ চৌরাস্তায় মিঠামণ্ডা নামে একটি মিষ্টির দোকানে ঘটে। ঢামেক সূত্র জানায়, এ ঘটনায় সোনাম উদ্দিন (৫০), হজরত আলী (৪৫), আবুল বাশার (৪৫), মকবুল হোসেন (৩৫), আবদুল্লাহ (৩০), ফারজানা পান্না (২৮), সাব্বির (২২), সবুজ (২০) ও মারুফ হোসেন (২০) দগ্ধ হন। তারা কেউ পথচারী, কেউ ফুটপাথের ফলের দোকানদার।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস সদরদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জিয়া রহমান জানান, কোথা থেকে বিস্ফোরণটি হয়েছে কেউ বলতে পারছে না। জানতে চাইলে মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান জানান, বিস্ফোরণটি স্ট্রিন কম্প্রেসার থেকে হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। সেখানে আমাদের বিস্ফোরক টিম কাজ করছে, তাদের কাজ শেষে জানা যাবে কোথা থেকে ঘটনাটির সূত্রপাত হয়েছে।

সর্বশেষ খবর