সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে হরনাথ ঘোষ লেনের ৫০/১ নম্বর বাড়ির নিচতলায় মিঠাই নামে এক বেকারিতে শনিবার বিকালে বিস্ফোরণ ঘটে। এতে কর্মচারী, রিকশাচালক, পথচারীসহ ৯ জন আহত হয়। এদের মধ্যে ৭ জনই দগ্ধ। বিস্ফোরণে দোকানটির  দেয়াল, দরজা, জানালা, আসবাবপত্রসহ আশপাশের বেশকিছু দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস বলছে, ফ্রিজের কম্প্র্রেসার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটতে পারে। দগ্ধরা হলেন- সাব্বির (২০), মারুফ হোসেন (২০), ফারহানা আকতার পান্না (২৪), শুনাম উদ্দিন (৫০), আব্দুল বাশার (৪৫), মকবুল হোসেন (৩৫) ও সুবজ (২০)। এদের মধ্যে সাব্বিরের শরীরের ১৫ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, ফারহানার ২৪ শতাংশ, শুনামের ১৮ শতাংশ, বাশারের ৮০ শতাংশ এবং সবুজের ২৩ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মিঠাই বেকারির বিস্ফোরণে আশপাশের একাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রোডের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে। বেশিরভাগ দোকান বন্ধ ছিল। পুলিশ রাস্তাটি ঘিরে রেখেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা পরিষ্কার করছেন। ৫০/১ নম্বর বাড়ির দারোয়ান মোহাম্মদ ইব্রাহিম জানান, মিঠাই বেকারিতে বিকট শব্দ হয়। এতে দোকানের একটি দেয়াল ধসে গেছে। বাড়িওয়ালার প্রাইভেটকার, ওপরে ওঠার সিঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিঠাই বেকারির উল্টেপাশে ক্যাফে মদিনা রেস্টুরেন্টের তৃতীয় তলার সব গ্লাস ভেঙে গেছে। স্থানীয় বলছেন, এটি একটি ভয়াবহ বিস্ফোরণ।

সর্বশেষ খবর