মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাঁচপুরে গার্মেন্ট ডেমরায় জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় একটি জুতার কারখানা ও নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পনগরীতে অবস্থিত একটি গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে এসব ঘটনা ঘটে। সোনারগাঁ প্রতিনিধি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পনগরীতে রপ্তানিমুখী শিল্প-কারখানা সিনহা ওপেক্স গ্রুপ ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়ার্টারের ইন্সপেক্টর মাসুদুর রহমান আকন্দ জানান, ১২ তলার ফ্লোরটি সুইং সেকশন। সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ডেনিম কারখানার জেনারেল ম্যানেজার (উৎপাদন) তাজোয়ার হোসেন জানান, রাতে কারখানা বন্ধ করে শ্রমিকরা বাড়িতে চলে যান। সকালে কাজে যোগদান করার আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাত্ক্ষণিক নিরূপণ করা যায়নি।

ডেমরার কারখানায় আগুন : গতকাল বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের সামাদনগর এলাকার ‘ক্ল্যাসিক নাবিল’ জুতার কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন জানান, জুতার কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কেমিক্যালের বস্তার ওপর আগুন পড়ে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাজুল নামে এক কর্মচারী জানান, এটি মূলত বাটা জুতার একটি কারখানা। দুটি কারখানার মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার সময় কারখানায় ৩০-৪০ জন কাজ করছিলেন। আগুন দেখেই শ্রমিকরা পালিয়ে যান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, কারখানাটি এমন স্থানে অবস্থিত যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই। শুধু ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নেভাতে হয়েছে। কারখানার ভিতরে জুতার আঠা জাতীয় দাহ্য পদার্থ এবং কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর