Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ মার্চ, ২০১৭ ২৩:৪৬
ঘুষ লেনদেন
তেজগাঁওয়ের জমি রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার তেজগাঁও জমি রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের বিভিন্ন সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেন হচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান চালায়। পরে এনামুল বাছির বলেন,

‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে তেজগাঁও জমি রেজিস্ট্রেশন অফিসে অভিযান চালানো হয়েছে। আমাদের কাছে ঘুষ লেনদেন হওয়ার তথ্য-উপাত্ত আছে। সব ধরনের আর্থিক অনিয়ম রুখতে এ অভিযান পরিচালনা করা হয়।’

সাতজনের বিরুদ্ধে চার্জশিট : ৯৫২টি এক্সবন্ড বিল, ক্যাশম্যামো, ইনভয়েসের মাধ্যমে ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯১ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। গতকাল দুদকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের তিনজন, কাস্টমসের দুই পরিদর্শক ও বাংলাদেশ বিমানের দুই কর্মচারী।

এই পাতার আরো খবর
up-arrow