শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কূটনৈতিক সুবিধার অপব্যবহার করায় জাগুয়ার গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পিংক সিটির একটি বাড়ি থেকে কূটনৈতিক সুবিধার অপব্যবহারের অভিযোগে জাগুয়ার গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কূটনৈতিক সুবিধায় গাড়িটি আমদানি করে পরে তা অবৈধভাবে হস্তান্তর করা হয়। কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে, ৩০ ডিসেম্বর পিংক সিটি জেনোভ্যালি নামে একটি বাড়ির গ্যারেজে তল্লাশি চালিয়ে জাগুয়ার (ঢাকা মেট্রো ভ ১১-১৬২৫) গাড়িটি উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে ওই বাড়ির বাসিন্দা ও গাড়িটির ব্যবহারকারী তানিয়া রহমানের কাছ থেকে গাড়িটি সাময়িকভাবে জব্দ করা হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে গাড়িটি জব্দ দেখানো হয়। জানা গেছে, তানিয়া রহমানের স্বামী মৃত মাহবুবুর রহমান বাংলাদেশে চেক রিপাবলিকের কনসুলার অফিসে কর্মরত ছিলেন। গাড়িটি কূটনৈতিক সুবিধায় আনা হয়েছিল এবং পরে তা অবৈধভাবে হস্তান্তর করা হয়। আমদানির সময় দাখিলকৃত বিল অব এন্ট্রি (বি/ই) অনুযায়ী গাড়িটি জার্মানির বলে দেখানো হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখানো হয় চীন অরিজিন। অন্য সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী গাড়িটি যুক্তরাজ্যের। এ ছাড়া এলসি ও এলসিএ ওপেনিং ব্যাংকের তথ্যাদিতেও ব্যাপক গরমিল পাওয়া যায়। এতে প্রমাণিত হয়, অস্পষ্ট ও মিথ্যা দলিলাদি উপস্থাপন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সর্বশেষ খবর