শিরোনাম
শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

১৫৪ ট্যানারিকে ৩১ কোটি টাকা জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের ১৫৪টি ট্যানারি কারখানাকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে দুই সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, আদালত বকেয়া পরিশোধ করতে ট?্যানারিগুলোকে দুই সপ্তাহ সময় দিয়েছে। ওই সময়ের মধ্যে তারা ৩০ কোটি ৮৫ লাখ টাকা জমা না দিলে কারখানা বন্ধ বা মালিকদের গ্রেফতারের আবেদন জানানো হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর না করার প্রেক্ষাপটে ১৫৪ ট্যানারি মালিককে দৈনিক ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ধার্য করেছিল আদালত। গত জুলাই মাসে সেই রায়ের পর আগস্ট পর্যন্ত ট্যানারি মালিকরা অর্থ প্রদান করলেও পরে আর ঠিকমতো অর্থ সরকারি কোষাগারে জমা দেয়নি। এ কারণে আমরা হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ে ব্যর্থতার কারণে গত ২৫ জানুয়ারি শিল্প সচিবকে তলব করে হাই কোর্ট। তিনি হাজির হলে আদালত তাকে কোম্পানিগুলোর বকেয়া অর্থ বকেয়া থাকা প্রতিষ্ঠানের তালিকা ও এর পরিমাণ জমা দিতে নির্দেশ দেয়। ১ মার্চ শিল্প সচিব আদালতে প্রতিবেদন দেন। তাতে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া রয়েছে।

সর্বশেষ খবর