শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বুলুসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ দলের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। বিএনপির হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের জানুয়ারি মাসে পল্টন থানায় বিস্ফোরক আইনে এ মামলা করা হয়। পরোয়ানা জারি হওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা ও আজিজুল বারি হেলাল প্রমুখ। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন, এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ সংক্রান্ত তামিল প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর