শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বগুড়া মেডিকেলে রোগী জিম্মি করে ইন্টার্নদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ইন্টার্ন চিকিৎসকরা অঘোষিত কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা এই কর্মবিরতি শুরু করে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন। কর্মস্থলে অনুপস্থিত থাকলেও এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা কিছু বলতে রাজি হননি।

গত ১৯ ফেব্রুয়ারি রোগীর এক আত্মীয়ের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনার জের ধরে ওই রোগীকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর ও কানধরে উঠবোস করানোর ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শনায় ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে তদন্তে ৩ সদস্যের কমিটি বগুড়া আসেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বগুড়া মেডিকেলের ৪ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করা সংক্রান্ত খবর গণমাধ্যমে আসে। এ নিয়ে বৃহস্পতিবার বিকাল থেকেই বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সন্ধ্যার পর থেকে হঠাৎ ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন থেকে বিরত থাকে। গতকাল সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বিষয়ে বগুড়া শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির বিষয়ে কিছু জানায়নি। তবে তাদের উপস্থিতি একেবারে কম। উদ্ভূত পরিস্থিতিতে বিকালে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এ ছাড়া হাসপাতালে রোগীদের যেন চিকিৎসা ব্যাহত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর