রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গরু চুরি নিয়ে তুলকালাম, ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরু চুরিকে কেন্দ্র করে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন শতাধিক। গতকাল সকালে উপজেলার মোস্তফানগর গ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান জানান, গতকাল ভোররাতে উপজেলার মোস্তফানগর গ্রামের জিলু মিয়ার বাড়িতে একদল চোর হানা দেয়। চোরের দল গরু নিয়ে যাওয়ার সময় জিলু মিয়া ঘর থেকে বের হয়ে চিৎকার  করতে থাকেন। এ সময় চোরদের ছোড়া বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে জিলু মিয়া যখন চিৎকার দিচ্ছিলেন, গ্রামবাসী তখন এগিয়ে আসে। তারা ধাওয়া দিয়ে সোনাই নামের এক চোরকে আটক করেন। কোম্পানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে সকালে সোনাইকে উদ্ধার করে থানায় আনতে মোস্তফানগর গ্রামে যায়। এ সময় গ্রামবাসী বিভক্ত হয়ে পড়েন। তাদের এক দল সোনাইকে পুলিশের হাতে তুলে দিতে চায়। অন্য দল নিজেরাই সোনাইকে গণপিটুনি দিতে চায়। এ সময় পুলিশ সোনাইকে নিজেদের আওতায় নিতে গেলে এক দল গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশও গুলি ছুড়লে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মোস্তফাপুর গ্রামের মফিজ মিয়া পুলিশের গুলিতে নিহত হন। তিনি স্থানীয় ইউপি সদস্য মাশুক মিয়ার চাচা। সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হন। আহতদের মধ্যে চার পুলিশ সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশ দুজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর