মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
নতুন ইসির প্রথম নির্বাচন

উপস্থিতি কম হলেও ভোট সুষ্ঠু হয়েছে : ইসি

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৪ উপজেলা ও চার পৌরসভায় ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ। গতকাল স্থানীয় সরকারের এসব ভোট শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি। সচিব জানান, সতুন ইসির প্রথম এই নির্বাচনে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। ইসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোট পর্যবেক্ষণ করা হয়েছে। তাই কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অভিযোগও আসেনি।  কোথাও নির্বাচনী পরিস্থিতিরও অবনতি হয়নি। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে। তবে  ভোটার টার্নআউট ছিল কম। ব্যাখ্যায় সচিব জানান, যেহেতু উপজেলা নির্বাচন, আবার এর মধ্যে উপ-নির্বাচন ছিল বেশি— তাই ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে ৩০ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আসছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশ নেওয়ার পাশাপাশি সচেতন ভোটারদের উপস্থিতিও থাকবে।

সর্বশেষ খবর