বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দলীয় ভিত্তিতে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৪৮.৩৩ ভাগ

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশনের অধীনে দল ভিত্তিক প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশের কম তথা ৪৮.৩৩ ভাগ। এ ছাড়া পৌরসভার উপ-নির্বাচনে ৬৪.৪৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গত ৬ মার্চ শান্তিপূর্ণ পরিবেশে দেশের তিনটি উপজেলা পরিষদের সাধারণ ও ১১টি উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং ৪টি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন—নতুন ইসির প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল অনেক কম। তাই পরবর্তী নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়াতে ইসিকে উদ্যোগ নিতে হবে। ইসি জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা সরাসরি এসব নির্বাচনের ভোটগ্রহণ মনিটরিং করেন। এ ছাড়া নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করা হয়। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। এ ছাড়া, নির্বাচনী এলাকায় র‍্যাব, বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ডের পর্যাপ্ত সংখ্যক মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়। নির্বাচনী এলাকায় নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। নির্বাচনের আগে প্রধান কমিশনারসহ নির্বাচন কমিশনাররা নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। যেসব উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে— সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগনড়বাথপুর। যেসব উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে— মোরেলগঞ্জ, কলারোয়া, হোসেনপুর, জলঢাকা, ঈশ্বরদী, বড়াইগ্রাম, সুজানগর, কুমিল্লার আদর্শ সদর, রাঙ্গাবালী, গৌরনদী, বানারীপাড়া। যেসব পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে— সখীপুর, গলাচিপা, আড়ানী ও শেরপুর।

সর্বশেষ খবর