Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ মার্চ, ২০১৭ ০০:২৩
অষ্টম কলাম
কর্মদিবসে ফাঁকা অফিস
নিজস্ব প্রতিবেদক, খুলনা

সঠিক তদারকি না থাকায় ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) খুলনা জেলা কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা অনিয়মিত হয়ে পড়েছেন। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা প্রশিক্ষণ ও ব্যবসায়িক পরামর্শের জন্য এলেও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন।  গতকাল সকালে দেখা যায়, অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), দুজন প্রমোশন কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তার সবগুলো আসনই শূন্য। জানা গেছে, অন্য জেলায় বাড়ি হওয়ায় ডিজিএম শাহনেওয়াজ সপ্তাহের সব কর্মদিবসে অফিস করতে পারেন না। উপ-ব্যবস্থাপক পদটিও গত দুই মাস ধরে শূন্য। মূলত ঊর্ধ্বতন দুই কর্মকর্তার অনুপস্থিতির কারণেই অন্যরা অনিয়মিত হয়ে পড়েছেন। অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী সিরাজুল ইসলাম জানান, ‘অফিসের সব স্যাররাই আজ ছুটিতে রয়েছেন’। তবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা রওশন আরা, সম্প্রসারণ কর্মকর্তা তাহেরা নাসরিন ও হিসাবরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান ছুটিতে ছিলেন না বলে জানা গেছে। খুলনা বিসিকের ডিজিএম শাহনেওয়াজ মোবাইল ফোনে জানান, অফিশিয়াল কাজে তিনি রাঙামাটিতে আছেন। আগামী রবিবার অফিস করবেন বলে জানান। বিসিকের খুলনা আঞ্চলিক পরিচালক মো. কাইয়ুম মোল্লা জানান, ঊর্ধ্বতন দুই কর্মকর্তা অফিসে না থাকায় একটু এলোমেলো হয়েছে। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow