বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

আলেকজান্ডার প্রিন্সেসের পরিবারে নতুন অতিথি

মোস্তফা কাজল

আলেকজান্ডার প্রিন্সেসের পরিবারে নতুন অতিথি

নান্দনিক ম্যাকাও পাখি আলেকজান্ডার ও প্রিন্সেসের পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। গতকাল ভোরে ডিম থেকে ফুটফুটে একটি বাচ্চার জন্ম হয়। এর আগে প্রিন্সেস একসঙ্গে দুটি ডিম পাড়ে। গতকাল সরেজমিনে রাজধানীর ২২/২ হাতিরপুলের ফিকামলি পাখি চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে এমন চিত্র। কয়েক বছর আগে মামলা-মোকদ্দমার পর ব্রাজিল থেকে পুরুষ প্রজাতির ম্যাকাও পাখি আনা হয় প্রিন্সেসের জন্য। এ পাখির বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। বিরল পাখি দম্পতির মালিক ও বন্য পাখি এবং প্রাণী বিশেষজ্ঞ ড. আবদুল ওয়াদুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ম্যাকাও পাখি আবদ্ধ পরিবেশে ডিম দেয় না। নানা কারণে প্রিন্স ও প্রিন্সেসের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর প্রিন্সেস একাকিত্বে ভুগতে থাকে। সারা দিন সঙ্গীর জন্য চিৎকার করত। নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিল। ফলে আমি ব্রাজিল থেকে আলেকজান্ডার নামে আরেকটি পুরুষ ম্যাকাও আনি। বেশ কয়েক মাস ঝগড়া-ঝাটির পর ওরা জুটি বাঁধে। জুটি বাঁধার প্রায় এক বছর পর একসঙ্গে দুটি ডিম পারে প্রিন্সেস। সদ্য জন্ম নেওয়া বাচ্চা পাখিটির এখনো পালক গজায়নি এবং চোখও ফোটেনি। পালক উঠতে আরও এক সপ্তাহ লেগে যেতে পারে। রং ও রূপের জন্য ম্যাকাও সবচেয়ে আকর্ষণীয় পাখি। এ পাখিকে বলা হয় ড্রইং-রুম কেইজ বার্ড। এদের গড় আয়ু ৬০ থেকে ৭০ বছর। দক্ষিণ আমেরিকার আমাজান অববাহিকার গভীর জঙ্গলে বড় বড় পাইন গাছে বাসা বাঁধে ম্যাকাও। এরা বিভিন্ন ফল ও বিচি জাতীয় খাবার খায়। বাচ্চার জন্য ঘরে শীতাতপ যন্ত্র ও কৃত্রিম ঝরনা বসানো হয়েছে। বাতাসের জন্য বড় ফ্যান লাগানো হয়েছে। সার্বক্ষণিক দেখভালের জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাত দিন অতিক্রম হলে বিদেশি দুধ ফিডারে করে খেতে দেওয়া হবে। এ পাখিকে উপযুক্ত প্রশিক্ষণ দিলে ছোটদের সাইকেল চালাতে পারে। অনেকে এ পাখিকে ব্যায়ামের প্রশিক্ষক বলে থাকেন। শারীরিক কসরত প্রদর্শনের জন্য এ পাখির তুলনা হয় না।

সর্বশেষ খবর