বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাগীব আলীর প্রতারণা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পলাতক থেকে পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রতারণার অভিযোগে সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করবেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল এবং আত্মসাতের দুই মামলায় গত বছরের ১০ আগস্ট আদালত রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরদিনই তারা ভারতে পালিয়ে যান। সেখান থেকেই রাগীব আলী ও তার ছেলে দৈনিক সিলেটের ডাক নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক ও তার ছেলে আবদুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে ছাপা হয়। পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে রাগীব আলী ও তার ছেলে পাঠকদের সঙ্গে প্রতারণা করেছেন- এমন অভিযোগে গত বছরের ৮ সেপ্টেম্বর নগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা দায়ের করেন। গত ৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক ৯ মার্চ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করে। তারাপুর চা বাগান জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর