শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
হচ্ছে না ইমিগ্রেশন আইন

সৌদিতে বিপদের মুখে ৫০ লাখ অভিবাসী

প্রতিদিন ডেস্ক

সৌদি আরব সরকার নতুন ইমিগ্রেশন আইন করতে যাচ্ছে, যাতে বিপদের মুখে পড়তে যাচ্ছেন ৫০ লাখ অভিবাসী। এ আইনের মাধ্যমে এই অধিবাসীর বড় অংশকেই বহিষ্কার করা হতে পারে। খবর বিবিসি বাংলা। সৌদি সরকারের এ উদ্যোগের ফলে বিপদে পড়তে পারেন  অনেক বাংলাদেশীও। সৌদি দৈনিক আল-হায়াতের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, সৌদি শুরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্য নিয়ে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করছে। অবৈধ অভিবাসী সমস্যা সম্পর্কে এ কাউন্সিলের জন্য একটি রিপোর্ট তৈরি করেছেন কাউন্সিল সদস্য ড. সাদকা ফাদেল। তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘হজ ওমরা কিংবা ভিজিটার ভিসা নিয়ে এশিয়া এবং আফ্রিকার নানা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সৌদি আরবে প্রবেশ করেছেন। কিন্তু এদের বেশির ভাগই আর কখনই নিজ দেশে ফিরে যাননি। নিজেদের পাসপোর্ট ফেলে দিয়ে তারা রাজধানী রিয়াদ, জেদ্দা,  মক্কা, মদিনা এবং তাইফের মতো শহরে লুকিয়ে কাজকর্ম করছেন। এদের মধ্যে একটা বড় অংশ নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। সৌদিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় জাতীয় নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন।’ তিনি জানান, এ সমস্যাটিকে সৌদি সরকার জাতীয় নিরাপত্তার প্রতি বড় একটি হুমকি হিসেবে বিবেচনা করছে। আর সে জন্যই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের চিন্তাভাবনা চলছে।

সর্বশেষ খবর