শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রিড ফার্মার পাঁচজনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত পাঁচজনকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন । পাঁচ আসামি হলেন—রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, তার স্ত্রী পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গণি, কোম্পানির কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও এনামুল হক। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২০০৯ সালে সারা দেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। বিচার শেষে গত বছরের ২৮ নভেম্বর পাঁচজনকে খালাস দেয় বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে।

 

সর্বশেষ খবর