শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সীমান্তে সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশ-ভারত সীমান্তে একটি সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলার গুঞ্জংপাড়া এলাকায় ওই সুড়ঙ্গটির খোঁজ পায় বিএসএফ।

বাহিনীর আইজি (মেঘালয় রেঞ্জ) পি কে দুবে এ সুড়ঙ্গটি চিহ্নিত করার জন্য বিএসএফের জওয়ানদের প্রশংসা করে বলেছেন, ‘জঙ্গিদের পারাপার কিংবা পাচারের উদ্দেশে সুড়ঙ্গটি করা হচ্ছিল কি না তা এখনো পরিষ্কার নয়। কিন্তু আমরা কিছুকেই সন্দেহের বাইরে রাখছি না।’ 

সুড়ঙ্গের খোঁজ মেলার পরই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। আইজি আরও জানান, দুদেশের সীমান্তবর্তী কাঁটাতারের কাছে পৌঁছানোর জন্য সুড়ঙ্গটি আরও অতিরিক্ত দুই শতাধিক মিটার বিস্তৃত করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। ৩ ফুট/২ ফুট ব্যাসার্ধ বিশিষ্ট এ সুড়ঙ্গটির শেষ প্রান্ত ২০ থেকে ২৫ ফুট গভীর।

সর্বশেষ খবর