শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ফেনীতে মাদকবিরোধী অভিযান

আনসার সদস্যের লাশ রাজশাহীতে

ফেনী প্রতিনিধি

ফেনীর বদরপুর গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানের সময় নিহত আনসারের ল্যান্স নায়েক মীর নওশাদ আলীর লাশ ময়নাতদন্ত শেষে গতকাল রাজশাহী পাঠানো হয়েছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, সকালে নওশাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্থানীয় আনসার-ভিডিপির কর্মকর্তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। আনসার-ভিডিপি ব্যাটালিয়ন কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, ল্যান্স নায়েক মীর নওশাদ আলীর লাশ সকাল সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভোগগ্রামে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নওশাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর