শিরোনাম
রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চ্যালেঞ্জ মনে করছে ইসি

কুমিল্লা সিটি নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি


চ্যালেঞ্জ মনে করছে ইসি

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন সামনে রেখে গতকাল তিন নির্বাচন কমিশনার কুমিল্লা সফর করেন। এ সময় তারা প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনে ইসির কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও দায়িত্বে অবহেলা বা শৈথিল্য বরদাস্ত করা হবে না। গাফিলতি হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ নির্বাচন আমাদের ইসির জন্য কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে।’ কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রিটার্নিং অফিসার ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, ডিজিএফআইয়ের অধিনায়ক আ ফ ম আতিকুর রহমান, র‍্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার, কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম। সভায় মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কু একই সুরে কথা বলেন। তারা দুজনই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। তারা কেন্দ্রের নিকট যেন বহিরাগত কেউ যেতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। সাক্কু তার বক্তব্যে প্রতিটি ওয়ার্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি করেন। মতবিনিময় সভায় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের মধ্যে সীমা, সাক্কু ছাড়াও বক্তব্য দেন জেএসডির শিরিন আক্তার ও স্বতন্ত্র মেজর মামুনুর রশীদ (অব.)। এনামুল হক শামীমের গণসংযোগ : কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়, নৌকায় ভোট দিলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, মানুষের জীবনমান বাড়ে, বিশ্বের বুকে মর্যাদার আসনে স্থান পায়। এই নৌকা মার্কায় বিজয়ী হয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে যাচ্ছে। তাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী সীমাকে জয়ী করুন। গতকাল কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করার সময় তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন অসীম কুমার উকিল, আফজাল হোসেন, শামসুন্নাহার চাপা, ডা. রোকেয়া, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, কৃষক লীগের যুগ্ম সম্পাদক সমীর চন্দ চন্দ্র, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা। শামছুজ্জামান দুদুর গণসংযোগ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেছেন, মানুষ এ সরকারের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। পরিবর্তনের মার্কা ধানের শীষ। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। কুমিল্লা সিটি নির্বাচনে নগরীর ঠাকুরপাড়ায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় দলের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, সঞ্জীব চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সালেহ এমরান প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর