মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ব্যালিস্টিক রিপোর্টে তথ্য

শিমুলের মাথার লেডবল মিরুর শটগানের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর শটগান ও সাংবাদিক শিমুলের মাথা থেকে লেডবলের (সিসার বল) ব্যালিস্টিক প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সিআইডি অফিস থেকে ডাকযোগে প্রতিবেদনটি আদালতে প্রেরণ করা হয়। প্রতিবেদনে মেয়র মিরুর শটগানের গুলির সঙ্গে সাংবাদিক শিমুলের মাথা থেকে বের হওয়া লেডবলের মিল রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন। মনিরুল ইসলাম বলেন, ব্যালিস্টিক প্রতিবেদনের একটি কপি আদালতে, আরেকটি কপি থানায় এসেছে। প্রতিবেদনে শিমুলের মাথায় বিদ্ধ লেডবল মেয়র মিরুর শটগানের ব্যবহূত কার্তুজ থেকে ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে সাংবাদিক শিমুলের মাথায় পাওয়া লেডবলটি মেয়র মিরুর শটগানের কি না তা নিশ্চিত হতে ৮ ফেব্রুয়ারি ঢাকার সিআইডিতে ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ব্যালিস্টিক প্রতিবেদনে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এক নম্বরে রয়েছে, ওই দিন মেয়রের শটগান থেকে গুলি ছোড়া হয়েছিল। অন্যটি হলো, মেয়রের শটগানে ব্যবহূত গুলির সঙ্গে সাংবাদিক শিমুলের মাথা থেকে বের হওয়া লেডবল বা সিসার বলের সাদৃশ্য রয়েছে। তিনি জানান, সংঘর্ষের দিন মেয়র মিরুর ভাই যে শটগানটি ব্যবহার করেছিলেন, সেটিও ব্যালিস্টিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সকালে স্থানীয় ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়র মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম। এ মামলায় ইতিমধ্যে মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই এখন জেলহাজতে।

 

সর্বশেষ খবর