মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জিল্লুর রহমান আমাদের রাজনৈতিক আদর্শ ছিলেন

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান একসময় আওয়ামী লীগের প্রাণভোমরা ছিলেন, আজ তাকে খুব মনে পড়ছে। তিনি আমাদের রাজনৈতিক আদর্শ ছিলেন। তাকে সামনে রেখেই আমরা রাজনীতি করেছি। তার শূন্যতা আমাদের এখনো ভোগায়। গতকাল সকাল ৮টায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জিল্লুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপরে শ্রদ্ধা জানান— ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এ ছাড়াও তার পরিবারের সদস্যরা বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ  দেশব্যাপী মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ আসর গুলশানে তার বাসভবনে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ নেতা ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

 

সর্বশেষ খবর