মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম

প্রতিদিন ডেস্ক

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ডেনমার্ককে হটিয়ে এবার প্রথম স্থানে উঠে এসেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। সামাজিক বিশ্বাস, সাম্যাবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নতির বিষয়গুলো দেশটিকে শীর্ষে নিয়ে আসতে সহায়তা করেছে। গত দুই বছর ধরে তালিকায় চতুর্থ স্থানে ছিল নরওয়ে। তিন ধাপ এগিয়ে এবারই প্রথম শীর্ষে উঠে এলো দেশটি।

২০১২ সাল থেকে জাতিসংঘের হয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক এসডিএসএন তালিকাটি প্রকাশ করছে। ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭’ নামে চলতি বছরের তালিকাটি গতকাল প্রকাশ করা হয়। এতে সুখী দেশের পাশাপাশি অসুখী দেশগুলোরও একটি তালিকা করা হয়েছে। এসডিএসএন এ পর্যন্ত চারবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করছে। এর মধ্যে তিনবারই শীর্ষে ছিল ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এ বছর ১৫৫টি দেশ স্থান পেয়েছে। সুখী দেশের তালিকায় শীর্ষ দশের বাকি দেশগুলো হলো— ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। এ ছাড়া তালিকায় ১৪ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, ১৬ নম্বরে জার্মানি, যুক্তরাজ্য ১৯ আর ফ্রান্স ৩১ নম্বরে। এ বছর একধাপ অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। আর অসুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ সুদান। একই তালিকার পরবর্তী দেশগুলো হলো লাইবেরিয়া, গায়ানা, টঙ্গো, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। সুখী দেশের তালিকা তৈরিতে ছয়টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। সেগুলো হলো মাথাপিছু গড় দেশজ উৎপাদন জিডিপি, উন্নত জীবনযাপন, স্বাধীনতা, মহত্ব, সামাজিক মূল্যবোধ এবং সরকারি ও ব্যবসা ক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতির হার। দ্য গার্ডিয়ান, সিএনএন।

 

 

সর্বশেষ খবর