বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পীরের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ের পীর হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম নঈমীকে (৬০) ছুরিকাঘাতের ঘটনায় মামলা করা হয়েছে। আহতের এক ছাত্র মুহাম্মদ হাছান বাদী হয়ে ফটিকছড়ি থানায় গতকাল রাতে আটক সালাউদ্দিনকে আসামি করে মামলাটি করেন। এ ঘটনার জের ধরে সোমবার রাতে এবং গতকাল জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন পীরের অসংখ্য ভক্ত-অনুরক্তরা। ফটিকছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, ‘উত্তেজিত জনতা এলাকায় মিছিল-সমাবেশ করে। তবে গতকাল আমরা উত্তেজনা প্রশমিত করেছি। এ ঘটনায় পীরের একজন ছাত্র বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ মাওলানা শাহ আলম নঈমী ২০০৯ সালে ফটিকছড়ির পাইন্দংয়ে আমিনুল উলুম গাউসিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এ ছাড়া চকরিয়া ও নগরীর বায়েজিদে আরও দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। তিনি সব সময় জঙ্গিবাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে স্থানীয়রা জানান। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় শাহ আলম নঈমীর ওপর দুর্বৃত্তরা হামলা করে পিঠে ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন। এ হামলার ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর