বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ

জয় চায় দুই দলই

আহমেদ আল আমীন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আদাজল খেয়ে নেমেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতা-সমর্থকরা। নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও অনৈক্যের রেখা মুছে গতবারের মতো এবারও সমিতিতে নিরঙ্কুশ বিজয় ধরে রাখতে চাইছেন তারা। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থকরা চাইছেন জয়ের ধারায় ফিরতে। এ ক্ষেত্রে ঢাকা বারের নির্বাচনে ব্যাপক সাফল্যে উজ্জীবিত তারা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে আজ সকাল ৯টায়। দুপুর ১টায় ১ ঘণ্টার বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল একইভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। নির্বাচন পরিচালনা করবে এ ওয়াই মশিহুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি। এবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীসহ সমিতির ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে সভাপতিসহ অন্য কয়েকটি পদে তুমুল লড়াই হবে। নির্বাচনে আঞ্চলিকতাও একটি ভূমিকা রাখবে। এবারের নির্বাচনে ভোটার ৫ হাজার ৮০ জন। সরেজমিন দেখা গেছে, নির্বাচন সামনে রেখে প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণা যুদ্ধে অবতীর্ণ হন। ফেসবুক, মোবাইল ফোন, এসএমএসসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে চলেছে প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম ও কুশল বিনিময়, সাক্ষাৎ ও অঙ্গীকারে আবদ্ধ করার পাশাপাশি বিভিন্নভাবে প্রার্থীরা তুলে ধরেছেন নিজেদের। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবদুল মতিন খসরু, সহসভাপতি হোসনে আরা বেগম ও মো. অজিউল্লাহ, সম্পাদক পদে রবিউল আলম বুদু, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক পদে মো. সেলিম আজাদ ও মো. শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাতটি সদস্য পদে এ বি এম নূরে আলম উজ্জ্বল, কুমার দেবুল দে, হাসিনা মমতাজ, মাহমুদুন নবী উজ্জ্বল, মো. হাবিবুর রহমান হাবিব, মো. রুহুল আমিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া প্রার্থী হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে জয়নুল আবেদীন, সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম রেখা ও গোলাম রহমান ভূঁইয়া, সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, সহসম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও শামীমা সুলতানা দীপ্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে লড়ছেন মো. আহসান উল্লাহ, শেখ তাহসীন আলী, মো. ইমদাদুল হক, মো. মুসাব্বির হাসান ভূঁইয়া রোমান, আয়েশা আক্তার, মৌসুমী আখতার ও মোহাম্মদ হাসিবুর রহমান। এবারের নির্বাচনে দুই দলের সমর্থিত প্রার্থী ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি ও সহসম্পাদকের পদ দুটি করে। গত নির্বাচনে সভাপতিসহ আটটি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিতরা। অন্যদিকে সম্পাদকসহ ছয়টিতে জয় পান বিএনপি সমর্থিতরা। ক্ষমতাসীন সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদের প্রার্থী আবদুল মতিন খসরু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি বর্তমানে আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। আওয়ামী লীগের আইন সম্পাদক এবং সাবেক আইনমন্ত্রী। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বলেও জানা গেছে। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে প্রার্থী জয়নুল আবেদীন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। গ্রামের বাড়ি বরিশাল। সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে কোন দলের সমর্থিত আইনজীবীরা বিজয়ী হবেন তা বলা কঠিন। তবে নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, অতীত ইতিহাস, আঞ্চলিকতা, আচার-ব্যবহার, আইনজীবীদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা পালন ইত্যাদি বিষয় কার্যকর ভূমিকা রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর