বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। অন্য দুই আসামি হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়। পরে সেই রায় হাই কোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, সিলেটের বিচারিক আদালতসহ সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়। এখন আসামিদের ফাঁসির রায় কার্যকরে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বাকি থাকল। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে কিংবা রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করলে ওই তিন জঙ্গির ফাঁসি কার্যকরের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। ১৯ মার্চ আপিল বিভাগ মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই ঘটনায় ওইদিন কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। হাই কোর্টের রায়ে আসামিদের আপিল খারিজ করে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন হান্নান ও বিপুল। আর দেলোয়ারের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। গত বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগ মুফতি হান্নানসহ ওই তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। ইতিমধ্যে ৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে আসামিদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

সর্বশেষ খবর