বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
দিল্লিতে বিমসটেক নিরাপত্তা প্রধানদের বৈঠক

অভিন্ন নিরাপত্তা সমস্যায় দেশগুলো

নয়াদিল্লি প্রতিনিধি

‘বিমসটেক’এর সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের প্রথম বৈঠক গতকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে সবাই স্বীকার করেন, সদস্য  দেশগুলোর নিরাপত্তা সম্পর্কিত সমস্যাগুলোর চরিত্র প্রায় অভিন্ন। এর মোকাবিলাও একই ধাঁচের হওয়া প্রয়োজন, যাতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষিত হওয়ার পাশাপাশি সদস্য  দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হতে পারে। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল,  টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা ‘বিমসটেক’-এর সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানদের দ্বিতীয় বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক গতকাল নয়াদিল্লিতে এ প্রস্তাব দেন। বৈঠকে প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক দিনের এই বৈঠকে বাংলাদেশের প্রস্তাবকে সবাই স্বাগত জানান। বৈঠকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ও বিমসটেকের সেক্রেটারি জেনারেল সুমিত নাকানডালা অংশ নেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রচারিত এক বিবৃতিতে গতকাল বাংলাদেশের প্রস্তাবের কথা জানানো হয়।  বৈঠকে সবাই মনে করেছেন, বঙ্গোপসাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে সবচেয়ে বড় হুমকি হলো সন্ত্রাসবাদ। এর মোকাবিলায় সব সদস্য দেশকেই একজোট হতে হবে।

সর্বশেষ খবর