বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
লিটনের আসনে আজ ভোট

লড়ছেন সাত প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য গতকাল সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করা হয়। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

এ উপজেলায়  মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। ভোট কেন্দ্র ১০৯টি ও বুথ ৬৩৭টি। সুন্দরগঞ্জ উপজেলার   ১৫টি ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে ৫৪টি কেন্দ্র এবং দুর্গম চরাঞ্চলে রয়েছে ১৫টি কেন্দ্র। নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট সম্পন্ন করার লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১৬টি ইউনিট, ৪ হাজার পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। তারা হলেন— আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা),  জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার (লাঙ্গল), জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খাঁন (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)। প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন নিহত হলে আসনটি শূন্য হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর