শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জ্যাজের মূর্ছনায় মুগ্ধ শ্রোতা

সাংস্কৃতিক প্রতিবেদক


জ্যাজের মূর্ছনায় মুগ্ধ শ্রোতা

সুরের জাদুকররা তাদের শৈল্পিকতায় বিশ্বের সুরপিয়াসীদের নিমগ্ন রাখেন সুরের মূর্ছনায়। এটাই প্রমাণিত হয়েছে শিল্পকলা একাডেমিতে আয়োজিত গতকালের জ্যাজ মিউজিক আসরে। অনন্য পরিবেশনায় মুগ্ধ-বিমোহিত হয়ে মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা অভিনন্দনের করতালিতে সিক্ত করেন সুরের কারিগরদের। ২৪তম বিসিএস ফোরামের আয়োজনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘এরিটার্ন টু দ্য রুট’ শীর্ষক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে জ্যাজ সংগীত পরিবেশন করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২২ সদস্যের জ্যাজ অর্কেস্ট্রা দল ‘দ্য ডোনাট কিংস’। গ্লেন মিলারের ‘ইন দ্য মুড’, মেনার্ড ফারগুসনের ‘ফক্স হান্ট’, দ্য বিটলসের ‘গড টু গেট ইউ ইন টু মাই লাইফ’, ফ্র্যাংক সিনত্রার ‘আই হ্যাভ গট ইউ আন্ডার মাই স্কিন’, স্টিভ ওয়ান্ডারের ‘ইজন’ট সি লাভ মি’, স্ট্যান কেন্টনের ‘মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ’, ওয়েসিসের ‘ওয়ান্ডার ফল’ ইত্যাদি কালজয়ী গানের পরিবেশনা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনকে শৈল্পিক সৌন্দর্যের অনন্য সুষমা দান করে। এ সময় দর্শকসারিতে বসে জনপ্রিয় এই জ্যাজ সংগীতের আসর উপভোগ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সব শেষে তিনি জ্যাজ দলটির সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর