শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
রামপুরায় সড়ক অবরোধ

গার্মেন্ট শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে পাঁচ শ্রমিক আহত হন। ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময় রামপুরা ব্রিজের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল ৮টার দিকে লিরিক ইন্ডাস্ট্রিজের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ কাঁদুনে গ্যাস ও কয়েক রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানবাহনের সারি রামপুরা ব্রিজ থেকে একপাশে মালিবাগ রেলগেট ছাড়িয়ে খিলগাঁও উড়াল সড়ক এবং অন্যদিকে উত্তর বাড্ডা ছাড়িয়ে নতুনবাজার পর্যন্ত পৌঁছে। এতে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। সবচেয়ে বিপাকে পড়েন সকালে অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীরা। শ্রমিকরা জানান, গত সোমবার রাতে হঠাৎ করেই লিরিক ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষ কারখানা বন্ধ করে অনেক যন্ত্রপাতি সরিয়ে ফেলে। মঙ্গলবার সকালে এসে তারা দেখেন কারখানা বন্ধ। কী কারণে কারখানা বন্ধ করা হয়েছে তা তারা জানেন না। তাদের কোনো টাকা-পয়সাও দেওয়া হয়নি। গত তিন দিন ধরে তারা আন্দোলন করলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, কোনো ঘোষণা ছাড়াই এবং তিন মাসের বেতন না দিয়ে মালিক পক্ষ লিরিক গার্মেন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শতাধিক শ্রমিক সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও পরে পুলিশের উপস্থিতি দেখে উত্তেজিত হয়ে ওঠে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ার শেল, জলকামান দিয়ে পানি নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তিনি জানান, পরে মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর