শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শুল্ক ফাঁকির অভিযোগে মুসা বিন শমসেরকে তলব

নিজস্ব প্রতিবেদক

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করায় কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরকে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা তদন্তের প্রয়োজনে তাকে এ নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় শুল্ক গোয়েন্দা সদর দফতরে তাকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়িটিকে ভোলা বিআরটিএতে নিবন্ধন (ভোলা ঘ ১১-০০৩৫) গ্রহণকারী ফারুকুজ্জামান চৌধুরীকেও তলব করা হয়েছে।

ড. মঈনুল খান আরও বলেন, এ ঘটনার অনুসন্ধান ও তদন্তের স্বার্থে দফতরের উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান ও রাজস্ব কর্মকর্তা ইয়াকুত জাহিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি মুসা ও ফারুকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে। গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দারা মুসা বিন শমসেরের ব্যবহার করা রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। গাড়িটি ফেরত দিতে মুসাকে ২১ মার্চ সকালে নোটিস দেওয়া হয়। কিন্তু তিনি নিজ বাসা থেকে গাড়িটি সরিয়ে ফেলেন। সকাল থেকে বিভিন্ন নাটকীয়তার পর বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি থেকে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর