শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘রিজার্ভ চুরির হোতারা ঢাকায় ঘুরে বেড়াচ্ছে’

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ফাঁস করা ফিলিপিন্সের অনুসন্ধানী সাংবাদিক ড্যাক্সিম লুকাস মনে করেন, বাংলাদেশ ব্যাংকের তহবিল লোপাটের সঙ্গে ব্যাংকের কেউ কেউ জড়িত। ফিলিপিন্সের ইনকোয়ারার পত্রিকার এই অনুসন্ধানী সাংবাদিক গতকাল টেলিফোনে বিবিসি বাংলাকে বলেন, ফিলিপিন্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, বাংলাদেশ অযথাই ফিলিপিন্সের ঘাড়ে বেশি দোষ চাপাচ্ছে। অপরাধীরা হয়তো ঢাকায় ঘুরে বেড়াচ্ছে বলে তিনি মনে করেন। গত বছরের মাঝামাঝি ফিলিপিন্সে সাধারণ নির্বাচন হয়েছে। সে দেশে নতুন প্রেসিডেন্ট ক্ষমতাসীন হয়েছেন। দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে এখন নতুন নেতৃত্ব। ফলে পরিস্থিতি কিছুটা বদলে গেছে। ফিলিপাইনের আইন প্রণেতারা এখন দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বাংলাদেশের চুরি যাওয়া টাকার নিয়ে শুনানির বিষয়টি এখন চাপা পড়ে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর