শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যৌতুকের জন্য শিকলে বেঁধে নির্যাতন

বরগুনা প্রতিনিধি

যৌতুকের জন্য শিকলে বেঁধে নির্যাতন

বরগুনায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিকলে বেঁধে শিশু মেয়ের সামনে নির্যাতন করেছে স্বামীর পরিবারের লোকজন। ওই গৃহবধূর নাম রোকেয়া বেগম (৪৫)। ঘটনার পর স্বামী মোশারফ খলিফার বাড়ির তালাবদ্ধ ঘর থেকে স্থানীয়দের সহায়তায় শিকল কেটে গৃহবধূ রোকেয়া বেগমকে   উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার আট নম্বর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূর স্বামী মোশারফ ও আসমা নামে তার এক দেবরের স্ত্রীকে আটক করা হয়েছে। নির্যাতিতা গৃহবধূ রোকেয়া তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের মোনসাতলী গ্রামের আক্কাস তালুকদারের মেয়ে। তার স্বামী মোশারফ খলিফা (৫০) ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তিনি থাকেন বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ইটভাটায়। ঘটনার সময় রোকেয়ার স্বামী মোশারফ ছিলেন কর্মস্থল ইটভাটায়। ভুক্তভোগী রোকেয়া জানান, বিয়ের পর থেকেই প্রতি বছর যৌতুকের টাকা চাইতেন স্বামী মোশারফ খলিফা। তার বাবার বাড়ির জমি বিক্রি করে যৌতুক দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন তার স্বামী। জমি বিক্রি করতে অস্বীকার করায় তাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতে থাকেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকালে ছোট মেয়ে আফিফাকে নিয়ে বাবার বাড়ি বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের মোনসাতলী গ্রামে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু তার দেবর মো. আলতাফ খলিফা (৪০), ভাসুরের ছেলে মো. আল আমিন খলিফা (২৫), মো. ইমরান খলিফা (২৭) ও মো. কবির খলিফা তাকে মারধর করে পায়ে শিকল দিয়ে খাটের সঙ্গে তালা মেরে রাখেন। খবর পেয়ে তালতলী থেকে তার বাবা মো. আক্কাস তালুকদার ও ভাই মো. ইয়াকুব তালুকদার ছুটে আসেন। তাকে উদ্ধার করতে চাইলে তাদেরও মারধর করে আহত করেন তারা।

বরগুনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনি গৃহবধূ রোকেয়া বেগমকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান খলিফার স্ত্রী আসমা বেগমকে এবং গতকাল সকালে নির্যাতিতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর