শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সুষম উন্নয়নে বিজয়ী করুন সীমাকে

————— এনামুল হক শামীম

কুমিল্লা প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতার জন্য তৃণমূলে সরকার দলের সমর্থিত জনপ্রতিনিধি প্রয়োজন। তাহলে জবাবদিহিতা নিশ্চিত থাকে। সুষম উন্নয়নও হয়।

গতকাল বিকালে ২৭ নম্বর ওয়ার্ডে দলীয় মেয়র প্রার্থী সীমার সঙ্গে নির্বাচনী গণসংযোগ করার সময় তিনি আরও বলেন, অন্য দলের জনপ্রতিনিধি নির্বাচিত হলে সরকারের বরাদ্দ ঠিকই নেবে, কিন্তু মুখে বলবে সরকার উন্নয়ন বরাদ্দ দিচ্ছে না। সেই অর্থ     লুটপাট করে খাবে। জগণের ভোট নিয়ে সেবা দেবে না। সে কারণে সরকার দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করুন। আওয়ামী লীগ সরকার সারা দেশে উন্নয়ন করে যাচ্ছে। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।  তিনি ক্লিন ইমেজের ব্যক্তি। ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডেই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার অধীনে সব সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হওয়ায় জনগণ নৌকার পক্ষে রায় দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপনির্বাচনেও মানুষ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করেছে। ইনশাল্লাহ ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে। এর আগে দুপুরে কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে সব ধর্মের মানুষ নিরাপদ থাকে। শান্তিতে বসবাস করে। অন্যদিকে বিএনপি-জামায়াতের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। অন্যদিকে বিএনপি নেতারা বিরোধী দলে থাকা অবস্থায় দেশের হিন্দু সম্প্রদায়সহ অন্য ধর্মের মানুষের কথা মুখে বললেও ক্ষমতায় এসে ‘আওয়ামী লীগের লোক’ বলে নির্যাতনের স্টিম রোলার চালায়। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক প্রমুখ। এর আগে পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা সিটি নির্বাচনে সদস্য সচিবের দায়িত্ব পালনকারী এনামুল হক শামীম। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, স্বাচিপের মহাসচিব আবদুল আজিজ প্রমুখ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোসের নেতৃত্বে প্রচারণা চালায়। এদিকে প্রচারণাকালে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, আমি নগরবাসীর উন্নয়নে সেবক হতে চাই। আমি শাসক হব না। আপনাদের সন্তান হিসেবে একবার সেবা করার সুযোগ চাই। বিগত দিনে যিনি এই নগরীতে দায়িত্ব পালন করেছেন তিনি ১২ বছরে উন্নয়ন করতে পারেননি। আজকে (গতকাল) ইশতেহার ঘোষণা করলেন। যিনি দায়িত্বে থাকা অবস্থায় মানুষের কল্যাণ, সিটির উন্নয়ন না করে নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকলেন, তার নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়। তিনি বলেন, সিটির নগরবাসীর কাছে আমার অনুরোধ, আপনাদের ভোট-দোয়া সমর্থন চাই। যারা উন্নয়ন করে না তাদের রায় দিয়ে মূল্যবান ভোট নষ্ট করবেন না। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি, সাবিনা আক্তার শিউলী, আবদুল হাই বাবলু, মোস্তফা হোসেন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল্লাহ, নূর আহমেদ মাস্টার প্রমুখ।

সর্বশেষ খবর