শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মোটরসাইকেল প্রেমীদের মিলনমেলা বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল প্রেমীদের মিলনমেলা বসুন্ধরায়

মোটরসাইকেল প্রেমীরা ভিড় করছেন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। মোটর শোর দ্বিতীয় দিনে গতকাল নতুন প্রযুক্তি ও আধুনিক ডিজাইনের মোটরসাইকেল কিনতে ভিড় করেন তারা। দেশের মোটর শিল্পের তিনটি খাতের প্রদর্শনীতে চলছে ১২তম ঢাকা   মোটর শো, ৩য় ঢাকা বাইক শো ও ঢাকা ২য় অটোপার্টস শো। সেমস গ্লোবাল আয়োজিত প্রদর্শনী চলবে আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। প্রদর্শনী উপলক্ষে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে আধুনিক প্রযুক্তির সব গাড়ি। স্বল্প মূল্যে বিশ্বের নামী ব্র্যান্ডের মোটরসাইকেল কিনতে আসছেন ক্রেতা-দর্শকরা। বিক্রেতারা প্রতিটি মোটরসাইকেলে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন। দেশে উৎপাদিত বিভিন্ন কোম্পানির মোটরসাইকেলে রয়েছে আরও কিছু সুবিধা। কোম্পানিগুলো ক্রেতার পছন্দ মতো রঙের সাইকেল সরবরাহ করছে। এমনকি রেজিস্ট্রেশন করার জন্য সহযোগিতা করা হচ্ছে। প্রদর্শনীতে অংশ নেওয়া একটি প্রতিষ্ঠানের কর্মী মুন্না জানালেন, ক্রেতার আগ্রহ ব্যাপক। সারাদিন অনেক গ্রাহক এসে দেখেছেন। বিক্রিও হয়েছে কয়েকটি। প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া গেছে। শুধু মোটরসাইকেল নয়। বিশ্বের নামি দামি গাড়ির প্রদর্শনীও চলছে। উন্নত প্রযুক্তিতে তৈরি আরামদায়ক ও উপভোগ্য গাড়ির প্রতি আগ্রহের কমতি নেই। নতুন গাড়ি কেনার জন্য অনেকেই ভিড় করছেন। বিশ্বখ্যাত আকর্ষণীয় গাড়ি মূল্যছাড়ে কেনার সুযোগ মিলছে এখানে। এ উপলক্ষে অনেকটা রিকন্ডিশন গাড়ির মূল্যে ফোর্ডের ব্র্যান্ড নিউ গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। প্রদর্শনীতে তিনটি মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। ফোর্ডের প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে ফোর্ড ফিয়েস্টা, ফোর্ড ইকো স্পোর্ট ও ফোর্ড রেঞ্জার। এ ছাড়া আছে প্রাডো, নিশান, করোলা, টয়োটাসহ বিশ্বের আধুনিক সব ব্র্যান্ডের গাড়ি। ২৮ লাখ ৫০ হাজার টাকা দামের এ সেডান গাড়ি কিনলে বা বুকিং দিলে মিলছে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়। জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আংশগ্রহণ করছে। যেখানে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার। বাংলাদেশে দ্রুত প্রসারমান অটোমোটিভ ও অটো-কম্পোনেন্ট খাতকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ডনিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে। প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যা বাংলাদেশে অটোমোটিভ, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সর্বশেষ খবর