শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যাত্রীর পায়ে এত সোনা!

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ের তালুতে প্রায় এক কেজি সোনা পাওয়া গেছে। ওই যাত্রীর নাম মহিউদ্দিন মিয়া। গতকাল সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস০৩১৪) কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মহিউদ্দিন। এ সময় তার গতিবিধিতে সন্দেহ হয়। কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন তার কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। একপর্যায়ে তার দেহ তল্লাশি করা হলে মোজার ভিতর দুই পায়ের তালুতে লুকিয়ে রাখা সোনা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মহিউদ্দিন মালয়েশিয়ায় প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত দুই বছরে তিনি চারবার বিদেশ ভ্রমণ করেছেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা থানার রসুলপুর গ্রামে। মহিউদ্দিন ৫০ হাজার টাকার বিনিময়ে সোনা বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর