শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

পাখি রক্ষায় গাছে গাছে কলস

নীলফামারী প্রতিনিধি

পাখি রক্ষায় গাছে গাছে কলস

‘এসো পাখির বন্ধু হই, সবুজ ও পৃথিবীকে বাঁচাই’—এ স্লোগান ধারণ করে নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে ‘সেতুবন্ধন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের তরুণরা পাখি রক্ষায় গাছে গাছে কলস বেঁধে দিয়েছেন। তারা এ পর্যন্ত উপজেলার প্রায় ৬ হাজার গাছে কলস বেঁধেছেন! আর এসব কলসে বাসা বেঁধেছে দোয়েল, বুলবুলি, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি। তাদের লাগানো এসব কলসে পাখিরা দিয়েছে ডিম, ফুটিয়েছে ছানা।

সংগঠনের সদস্যরা পড়াশোনার খরচ বাঁচিয়ে নিজেরা পকেটের টাকা খরচ করে এসব কলস ক্রয় করে থাকেন। উপজেলাকে পাখি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন তারা। পাখি শিকারিদের বিরুদ্ধে নিয়েছেন কঠোর অবস্থান। এলাকায় কেউ পাখি শিকার করছে এমন খবর তাদের কানে পৌঁছামাত্র প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখি শিকার রোধে কাজ করে চলেছেন তারা নিরলসভাবে। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, হাট-বাজারে প্রতি সপ্তাহে নির্দিষ্ট এক দিন তারা এ কর্মসূচি চালিয়ে আসছেন। তারা সবাই পাখিপ্রেমিক। পাখির প্রতি তাদের ভালোবাসা অপরিসীম। পাখি রক্ষায় সর্বস্তরের জনসাধারণকে সজাগ করার উদ্দেশ্যে তারা বিভিন্ন স্লোগানসমৃদ্ধ লিফলেট বিতরণ ও আলোচনা সভা করে আসছেন তারা পাখির নিরাপদ আবাসন গড়ে তোলার লক্ষ্যে। সংগঠনটি ২০১৩ সাল থেকে সৈয়দপুর উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করে যাচ্ছে। সরেজমিন নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে, কাশিরাম ইউনিয়নের বালাপাড়ায়, বাঙ্গালীপুর ইউনিয়নের মছে হাজীপাড়া থেকে চৌমুহনী, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, কয়ানিজপাড়া, মুসলিম উচ্চবিদ্যালয়,  সামাজিক বনায়নসহ বিভিন্ন এলাকায় দেখা মেলে তাদের লাগানো এসব কলস। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা শতাধিক। শুধু সৈয়দপুরেই নয়, তাদের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী জেলার বাঘা উপজেলা, নীলফামারী সদর উপজেলার বড়ুয়া, দিনাজপুরের খানসামা, রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার গাছে গাছে পাখির বাসার জন্য মাটির কলস লাগানো হয়েছে। সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘প্রকৃতিতে সজীবতা সৃষ্ট করা বিভিন্ন প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। এসব পাখি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাখি না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া কৃষিতে পাখির ভূমিকা অপরিসীম। তারা ক্ষতিকর পোকামাকড় নিধনে ও চাষাবাদে বড় একটা ভূমিকা রাখছে।’ পাখি ও পাখির আবাসস্থল সংরক্ষণের স্বীকৃতিস্বরূপ সংগঠনের সভাপতি আলমগীর হোসেন ‘পাখি সংরক্ষণ সম্মাননা-২০১৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছর ১৩ নভেম্বর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা প্রদানের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর