মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিশ্ব নাট্য দিবস উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক

বিশ্ব নাট্য দিবস উদযাপিত

আনন্দ শোভাযাত্রা, প্রীতি সম্মেলন, আলোচনা, নাট্যদিবস সম্মাননাসহ নানা আয়োজনে বিশ্ব নাট্য দিবস ২০১৭ উদযাপন করেছে নাট্যকর্মীরা। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদের যৌথ আয়োজনে গতকাল দিবসটি উদযাপিত হয়। নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতির সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজনের সূচনা ঘটে। নানা নাট্যসামগ্রী, মুখোশের সঙ্গে কণ্ঠে গান নিয়ে নাট্যকর্মীদের এ শোভাযাত্রা এসে শেষ হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে এসে। এরপর ছিল প্রীতি সম্মিলনী। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মূল আনুষ্ঠানিকতায় ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত শিল্প-সমালোচক প্রয়াত মিজারুল কায়েসকে সম্মাননা প্রদান করা হয়।

এবারের বিশ্ব নাট্য দিবস বক্তৃতা করেন নাট্যজন ড. ইনামুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র)-এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। বিশ্ব নাট্যদিবসকে সামনে রেখে ফরাসি খ্যাতিমান অভিনেত্রী ইজাবেল হুপেয়ার এবং বাংলাদেশের আতাউর রহমান এ বছর পৃথক বাণী প্রদান করেছেন। সবশেষে সাংস্কৃতিক পর্বে শিল্পকলা একাডেমির প্রযোজনায় নৃতনাট্য ‘দেবদাসী কমলা’য় অভিনয় করেন শিল্পকলার রেপার্টরি শিল্পীরা। প্রসঙ্গত ১৯৬২ সাল থেকে সারাবিশ্বে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৮২ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর নবম কংগ্রেসে বিশ্বনাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তী বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব ন্যাশনস উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতিবছর বিশ্ব নাট্যদিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদযাপিত হয়ে আসছে।

সর্বশেষ খবর