মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ব্লগার রাজীব হত্যা

আপিলের রায় ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাই কোর্টে ২ এপ্রিল রায় ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করে। শুনানি শেষে ৯ জানুয়ারি এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। জানা গেছে, এ মামলায় মোট আসামি আট জন। এর মধ্যে ফয়সাল বিন নাঈম ওরফে দীপ ও রেদোয়ানুল আজাদ রানা নিম্ন আদালতে ফাঁসির আদেশপ্রাপ্ত। বাকি ছয় জনের মধ্যে একজন যাবজ্জীবনসহ অন্যরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত। পলাতক থাকায় রানা আপিল করেননি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সালসহ সাতজন আপিল করেন। ডেথ রেফারেন্সের সঙ্গে অন্য সাত আসামির আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। নিম্ন আদালতের রায়সহ ডেথ রেফারেন্স শুনানির জন্য মামলার নথিপত্র ২০১৫ সালের ১৭ জানুয়ারি হাই কোর্টে আসে। প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। ২০১৫ সালের ৭ নভেম্বর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেয়। রায়ে দীপ ও রানাকে ফাঁসি, মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন, এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে এবং আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রাহমানীকে পাঁচ বছর ও সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড  দেয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর