মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

খল অভিনেতা মিজু আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

খল অভিনেতা মিজু আহমেদ আর নেই

চলচ্চিত্রে খল অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল ঢাকা থেকে ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। আহমেদ ইলিয়াস পরিচালিত ‘মানুষ কেন অমানুষ হয়’ ছবির শুটিংয়ে অংশ নিতে ফুলবাড়ির রাজারামপুরে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা চলচ্চিত্রকার কাজী হায়াৎ ও অভিনেত্রী রেহানা জলি। থেকে ট্রেনে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন তারা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন মিজু আহমেদ। ট্রেনে থাকা কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বিমানবন্দর স্টেশনে নামিয়ে দেন। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে লাশের গোসল শেষে পান্থপথের বাসায় আনা হয়। আজ সকাল সাড়ে ১০টায় এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায় নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মিজু আহমেদের জন্ম ১৯৫০ সালের ১৭ নভেম্বর। ১৯৭৭ সালে মিতা পরিচালিত ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে অভিষেক হয়। তার প্রকৃত নাম মিজানুর রহমান। অভিনীত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো— গাঙচিল, মাসুম, জনতা এক্সপ্রেস, স্বর্গ নরক, পরিবর্তন ও সালতানাত। দুই শতাধিক ছবিতে খল অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি।

মিজু আহমেদের মৃত্যুতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, প্রদর্শক, বাচসাসসহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা শোক প্রকাশ করেন। পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর