বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা

বিশেষজ্ঞ মূল্যায়ন নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের (তেজস্ক্রিয়তা) মাত্রা এবং এর থেকে উদ্ভূত ক্ষয়ক্ষতি নির্ণয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ (আইএইএ) তিনটি সংস্থার বিশেষজ্ঞদের মূল্যায়ন নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব সংস্থার মূল্যায়নের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী রেডিয়েশন নিঃসরণ বন্ধের বিষয়ে বিটিআরসি কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব। এর আগে ২২ মার্চ বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা উচ্চপর্যায়ের উল্লেখ করে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আদালতে জানায় রাষ্ট্রপক্ষ। মোবাইল  ফোনের টাওয়ারের তেজস্ক্রিয়তা নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাই কোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পরে আরেক সম্পূরক আবেদনে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে নির্ণয়ে নির্দেশনা চাওয়া হয়েছিল।

 

সর্বশেষ খবর