বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
একনেকে ১২ প্রকল্প পাস

সাইবার হুমকি প্রতিরোধে ১৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশে সাইবার হুমকি মোকাবিলায় দেড়শ কোটি টাকার ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলোর সম্মিলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ১৪৮ কোটি টাকা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্প সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, সাইবার সমস্যা        জাতীয় সমস্যা নয়, একটি আন্তর্জাতিক সমস্যা। এটা মোকাবিলার জন্য লোকবল প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু যারা দুষ্কর্ম করে, তারাও শক্তিশালী হচ্ছে। অনেক দেশেই ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদানের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংসাত্মক কার্যক্রম বাস্তবায়ন করেছে। তা ছাড়া ইন্টারনেট প্রযুক্তির অপব্যবহার করে পর্নোগ্রাফি ও অন্যান্য আপত্তিকর বিষয়বস্তু প্রদর্শন করে দেশের যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। জঙ্গিবাদ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন যারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত তারা এক সময় বুঝবে যে ইসলাম শান্তির ধর্ম। যারা এ সত্য বুঝবে, তারা একদিন ফিরে আসবে।

বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে : ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (ইউজিআইআইপি-৩)’ প্রকল্প, ‘মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সমপ্রসারণসহ ভূমি উন্নয়ন’, ‘গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প, ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (ঢাকা জোন)’ প্রকল্প, ‘নড়াইল-কালিয়া সড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ প্রকল্প, ‘হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক যথাযথভাবে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ‘টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন’ প্রকল্প, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস ও ফিশারিজের গবেষণা সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প, ‘নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেএস)’ তৃতীয় সংশোধনী প্রকল্প, ‘সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় তেরটি বাফার গোডাউন নির্মাণ’ প্রকল্প এবং ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘ষষ্ঠ পর্যায়’ প্রকল্প (১ম সংশোধিত)।

সর্বশেষ খবর