বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সাবেক প্রেমিকাসহ আটক ৪

বাসা ভাড়ার নাটক করে খুন করা হয় চবি ছাত্রকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাসা ভাড়ার নাটক করে খুন করা হয় চবি ছাত্রকে

ইয়াসমিন আকতার রুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী আলাউদ্দিন আলাওলের। এ সম্পর্ক চলাকালেই রুম্পার কিছু বিশেষ ছবি ও ভিডিও আলাওল মোবাইল ফোন সেটে ধারণ করেন। একসময় রুম্পার বিয়ে হয় অন্য জায়গায়। এর পর থেকে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করছিলেন আলাওল। রুম্পাকে তার হাত থেকে রক্ষা করতে খুনের পরিকল্পনা করেন প্রবাসী স্বামী ইকবাল হোসেন। পরিকল্পনামতো রুম্পাকে দিয়ে ডেকে এনে হত্যা করা হয় আলাওলকে। এক সপ্তাহ পর খুনের রহস্যজট উন্মোচন করে বায়েজীদ থানা পুলিশ। এ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রুম্পা, তার স্বামী ইকবাল হোসেন, ইকবালের দুই সৎ ভাই মো. তৈয়ব ও মো. হেলালকে। বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘রুম্পার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আলাওল কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। অন্য জায়গায় রুম্পার বিয়ে হয়ে যাওয়ার পরে সেই ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং শুরু করেন আলাওল। এই ব্ল্যাকমেইলিং থেকে স্ত্রীকে রক্ষায় আলাওলকে হত্যার পরিকল্পনা করেন ইকবাল ও তার দুই ভাই। পরিকল্পনামতোই বায়েজীদ এলাকায় এনে তাকে হত্যা করেন।’ পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আলাওলের কারণেই রুম্পার প্রথম বিয়ে ভেঙে যায়। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত আলাওল রুম্পাকে যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে বাধ্য করেন। এ সময় আলাওল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যার ভয় দেখাতেন। গ্রেফতারকৃতরা আরও জানান, ২২ মার্চ বিকালে আলাউদ্দিনকে কৌশলে ডেকে আনেন রুম্পা। বিকালেই ইকবাল ও রুম্পা এবং তার তিন সৎ ভাই হেলাল, মাসুদ ও তৈয়ব ওই বাসায় যান। সঙ্গে নেন নাইলনের রশি, একটি ছোরা, বালিশ-কাঁথা ও পাটি। আলাওল বাসায় ঢুকতেই সবাই মিলে তাকে হত্যা করেন।

সর্বশেষ খবর