বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নিজের বাসায় ওসির ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নিজের বাসায় ওসির ঝুলন্ত লাশ

বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসানের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পরিবার ছাড়াই আবদুল্লাহ আল হাসান থাকতেন থানার ওসির সরকারি বাসভবনে। সকালে তাকে ফোন করে না পাওয়ায় সাড়ে ১০টার দিকে থানা-পুলিশের কয়েকজন তার বাসায় যান। সেখানে তারা শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ওসি হাসানের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নে। তিনি উপজেলার কদমতলা গ্রামের হযরত আলীর পুত্র। গাবতলী মডেল থানার ওসি হিসেবে দেড় মাস আগে তিনি যোগদান করেন। গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমায়াতুল হাসিন জানান, বেলা সোয়া ১১টার দিকে ওসি আবদুল্লাহ আল হাসানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। গলায় একটি দাগ দেখা গেছে।

বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত হলে পুরো বিষয়টি জানা যাবে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছেলে-মেয়ের লেখাপড়ার কারণে তার স্ত্রী রাজশাহীতে থাকেন।

সর্বশেষ খবর